সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী

ই আই আই এন ১২৬৪৩৩

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)


জনাব মোঃ মোশাররফ হোসেন ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারী সৈয়দপুর -মচমইল মহিলা ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০০০ সালে এমপিওভুক্ত হন। ২০০৮ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। জনাব মোঃ মোশাররফ হোসেন ১৯৭২ সালে ২০ ডিসেম্বর রাজশাহী জেলার বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আলিম উদ্দিন মন্ডল ছিলেন পেশায় একজন শিক্ষক। মাতা রাবেয়া বেগম ছিলেন গৃহিণী। জনাব মোঃ মোশাররফ হোসেন মচমইল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে মচমইল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। এখান থেকে S.S.C সম্পন্নের পর তিনি খুলনা বি.এল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। এর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জনাব মোঃ মোশাররফ হোসেন কলেজে যোগদানের পর হতে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ২০২০ সালের ২৪ মার্চ তিনি সৈয়দপুর – মচমইল মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন।

কলেজের পরিচিতি

সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠাকাল ১৯৯৫ খ্রিষ্টাব্দ। বিভাগীয় শহর রাজশাহীর উত্তর পূর্ব কোনে রাজশাহী জেলার সর্ববৃহৎ উপজেলা বাগমারা। উপজেলার পশ্চিম প্রান্তে সৈয়দপুর এবং মচমইল গ্রামের প্রান্ত সীমা দিয়ে বয়ে যাওয়া খালপাড়ে কেশরহাট-ভবানীগঞ্জ- আত্রাই সড়ক ছুঁয়ে মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই কলেজ। প্রতিষ্ঠাতা জনাব এস.এম.আসাদুল্লাহ্। মচমইল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব এস.এম. আসাদুল্লাহ্ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের এলাকার পিছিয়ে থাকা নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থাপন করেন এই কলেজ। তাঁর এই প্রচেষ্ঠার সাথে যুক্ত হন মচমইল গ্রামের জনাব মো: আহাদ আলী সরদার, সৈয়দপুর গ্রামের জনাব মো: নছির উদ্দিন মিলমালত এবং মো: ইসহাক আলী মিলমালত, বিলবাড়ি গ্রামের তাঁরই ছা্ত্র জনাব মো: আব্দুস সালাম প্রামানিক, মিজাপুর গ্রামের তাঁর আরেক ছাত্র আব্দুর রহিম শাহ্, শংকরপৈ গ্রামের মো: সাইদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে মানবিক শাখায় মোট ১৭ জন ছাত্রী নিয়ে কলেজের যাত্রা শুরু। কলেজের প্রথম অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্বও গ্রহন করেন জনাব এস.এম.আসাদুল্লাহ্। ১৯৯৬ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজটি পরিদর্শন করে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ হতে স্বীকৃতি প্রদান করে। …

কলেজের প্রতিষ্ঠাতা

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ-মচমইল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পশ্চিম বাগমারার নারী শিক্ষার অগ্রদূত জনাব এস.এম.আসাদুল্লাহ্ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ১৯৯৫ সালে সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৪২ সালের ০৭ ফেব্রুয়ারী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরি গ্রামে জন্মগ্রহন করেন । তাঁর পিতা-রহিমুদ্দিন সরদার, মাতা-খুকুমনি। ছয় ভাই এক বোনের সবার ছোট ছিলেন তিনি। দুই বছর বয়সে তিনি মাকে হারান। মাতৃস্নেহ বঞ্চিত আসাদুল্লাহ্ বড় ভাই ও ভাবীদের তত্ত্বাবধানে বড় হন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় মচম্ইল প্রাইমারী স্কুলে। এরপর তিনি ভর্তি হন দূর্গাপুর উপজেলার দাউকান্দি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে তিনি বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ভোলানাথ স্যান্যাল এর তত্বাবধানে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাস করেন। এরপর রাজশাহী কলেজ থেকে ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্সসহ এম এ পাশ করেন। ১৯৬৩ সালে অনার্স পরীক্ষা শেষ করে তিনি নিজ এলাকায় হাই স্কুল প্রতিষ্ঠার কাজে হাত দেন। এ কাজে তিনি লক্ষ্য করেন হাতে গোনা কিছু ছাত্রী প্রাথমিক পর্যন্ত লেখাপড়া করলেও প্রাথমিক শেষে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হচ্ছেনা। বিষয়টি তাঁকে …..

সর্বশেষ নোটিশ

সর্বশেষ রেজাল্ট

ডাউনলোড

সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী

এইচ এস সি ১ম বর্ষ

এইচ এস সি ২য় বর্ষ

ডিগ্রি (পাস) ১ম বর্ষ

ডিগ্রি (পাস) ২য় বর্ষ

ডিগ্রি (পাস) ৩য় বর্ষ

ফটো গ্যালারি