অধ্যক্ষ মহোদয়ের পরিচিতি

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয়ের পরিচিতি

জনাব মোঃ মোশাররফ হোসেন ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারী সৈয়দপুর -মচমইল মহিলা ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০০০ সালে এমপিওভুক্ত হন। ২০০৮ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। জনাব মোঃ মোশাররফ হোসেন ১৯৭২ সালে ২০ ডিসেম্বর রাজশাহী জেলার বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আলিম উদ্দিন মন্ডল ছিলেন পেশায় একজন শিক্ষক। মাতা রাবেয়া বেগম ছিলেন গৃহিণী। জনাব মোঃ মোশাররফ হোসেন মচমইল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে মচমইল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। এখান থেকে S.S.C সম্পন্নের পর তিনি খুলনা বি.এল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। এর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জনাব মোঃ মোশাররফ হোসেন কলেজে যোগদানের পর হতে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ২০২০ সালের ২৪ মার্চ তিনি সৈয়দপুর – মচমইল মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব এস.এম.আহ্সানুল করিম মামুন স্যার ১৯ মার্চ ২০২৪ সালে অবসরে গেলে জনাব মোঃ মোশাররফ হোসেন ২০ মার্চ ২০২৪ হতে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জনাব মোঃ মোশাররফ হোসেন
সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী