কলেজের সু্যোগ – সুবিধা

কলেজ স্বাস্থ্য কেন্দ্র ও উইমেন’স সাপোর্ট সেন্টার

হঠাৎ কোন শারীরিক সমস্যা বা বিশেষ দিনগুলিতে মেয়েদের সমস্যার কথা বিবেচনা করে ২০১৯ সালে কলেজে একটি “স্বাস্থ্য কেন্দ্র ও উইমেন’স সাপোর্ট সেন্টার” চালু করা হয় । এখানে প্রাথমিক চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছে। কলেজ চলাকালীন সময়ে বিশেষ দিনগুলিতে যাতে বিব্রত পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সে জন্য এই সেন্টারে সবধরণের ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্রী ,শিক্ষক এবং কর্মচারীরা এখান থেকে বিনামূল্যে সেবা নিয়ে থাকে।

কলেজ স্বাস্থ্য কেন্দ্র

ওয়াশরুম এ্যাটাস্ট কক্ষে এখানে রয়েছে:

  • একটি হুইল চেয়ার
  • একটি পেশেন্ট বেড
  • একটি ডিজিটাল বিপি মেশিন
  • একটি ডিজিটাল ডায়াবেটিক মাপা মেশিন
  • ফাস্ট এইড বক্স
  • প্রাথমিক চিকিৎসার ঔষধ
  • পর্যাপ্ত স্যানিটারী ন্যাপকিন
লাইব্রেরি
বই সংখ্যা: ৪৫০০
বসে বই পড়ার আসন সংখ্যা:

  • ছাত্রীদের জন্য ৫০
  • শিক্ষকদের জন্য ২০
কর্ণার

কর্ণার ২টি

  • বঙ্গবন্ধু কর্ণার
  • ড. অনিক মাহমুদ কর্ণার ( মচমইল গ্রামের কৃতি সন্তান , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ,বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ড. অনিক মাহমুদ এর গ্রন্থসমগ্র নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে “  ড. অনিক মাহমুদ কর্ণার ”)।
ডিজিটাল ল্যাব
  • ডেস্কটপ কম্পিউটার: ০৮ টি
  • ল্যাপটপ কম্পিউটার: ১০ টি
  • মাল্টি মিডিয়া প্রজেক্টর: ১০ টি।
অবকাঠামো
অবকাঠামো : ২টি
ভবন -১: কক্ষ সংখ্যা : ০৫ টি

  • অধ্যক্ষের অফিস
  • উপাধ্যক্ষের অফিস
  • অফিস কক্ষ
  • শিক্ষক সাধারণ কক্ষ
  • ওয়েটিং রুম

ভবন -২: কক্ষ সংখ্যা : ১২ টি

  • শ্রেণি কক্ষ :০৮
  • গবেষণা কক্ষ:৪টি ( আই.সিটি ল্যাব, রসায়ন ল্যাব, জীববিজ্ঞান ল্যাব,পদার্থবিজ্ঞান ল্যাব)

ভবন – ৩ : কক্ষ সংখ্যা : ১১ টি

  • বিভাগ অফিস ০৮টি
  • ক্রিড়া অফিস ০১টি
  • স্বাস্থ্য সেবা কেন্দ্র ০১টি
  • ক্রিড়া কক্ষ-০১টি